নিশিকান্ত ভূঞ্যাঃ- করোনা পরিস্থিতিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। কারণ সামাজিক দূরত্ব বজায় রেখে এই মুহূর্তে ক্লাস চালু করা কার্যত অসম্ভব। এমতাবস্থায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পূর্বে স্নাতক স্তরের তৃতীয় বর্ষের রেজাল্ট বেরিয়েছে । এছাড়া এবছর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর স্তরের পরীক্ষা হয়নি। তাই ছাত্র ছাত্রীরা তাদের পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত।
Vidyasagar University Toll Free no. for examination Related Queries
এমতাবস্থায় ছাত্র-ছাত্রীদের কথা ভেবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপচার্য মহাশয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন। ছাত্রছাত্রীরা যাতে সরাসরি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে তাদের বিভিন্ন জিজ্ঞাসা জানতে পারেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে টোল ফ্রি নম্বর 18003453230 চালু করা হয়। ছাত্রছাত্রীরা সরাসরি পরীক্ষা নিয়ামকের সাথে কথা বলতে পারবেন। ছাত্র ছাত্রীদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের এই পদক্ষেপ। ফোন নম্বরে ফোন করার সময় সকাল 11 টা থেকে বিকাল 4 টা পর্যন্ত। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন