নিশিকান্ত ভূঞ্যাঃ- করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে ভারতের অবস্থা দিনে দিনে ভয়াবহের দিকে এগোচ্ছে। করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। ইতিমধ্যে দেশের সমস্ত স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে করোনা ভাইরাস এর জন্য। কারণ সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রেণিকক্ষের মধ্যে পাঠদান করা কার্যত অসম্ভব। প্রসঙ্গত উল্লেখ্য যে, কিছুদিন আগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) স্নাতক স্তরের তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে।
Vidyasagar University Admission news
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর স্তরের আবেদন পত্র পূরণের দাবি জানালো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট পরিচালিত ছাত্র সংসদ।
প্রসঙ্গত উল্লেখ্য যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের M.A/M.SC/M.COM ও অন্যান্য বিষয়ের P.G রেগুলার কোর্সে ভর্তির আবেদন শুরু হবে 14 /08 /2020 এর মধ্যরাত থেকে। আবেদন ও ভর্তি প্রক্রিয়া চলবে সম্পূর্ণ অনলাইনে। করোনা পরিস্থিতিতে কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে এ বছর।
করোনা পরিস্থিতির কারণে মানুষের বেকারত্বের হার যেমন। তেমনি সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত শ্রেণির মানুষের পকেটে টান পড়ছে। এমতাবস্থায় গরিব বাড়ির স্টুডেন্টদের কথা মাথায় রেখেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট পরিচালিত ছাত্র সংসদের পক্ষ থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর স্তরের আবেদন পত্র পূরণের দাবি জানানো হয়। দেখার বিষয় এই আবেদনে সাড়া দিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেন কিনা।
আরও পড়ুন
নারায়নগড়ে ভূমি আধিকারিককে তৃণমূল নেতার হুমকি? ভুয়ো রেকর্ড তৈরির অভিযোগ ?