Ram Mandir Bhumi Pujan

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। আজ ৫ ই আগস্ট প্রধানমন্ত্রীর হাত ধরে রাম মন্দির নির্মাণ শুরু হতে চলেছে।যার জন্য গভীর আগ্রহে অপেক্ষারত দেশবাসী। এই জন্য অযোধ্যাকে নিরাপত্তার কড়া মোড়োকে ঘিরে ফেলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে । করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।রাম মন্দিরের প্রথম ইটটি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থাপন করবেন। তারপর শুরু হয়ে যাবে রাম মন্দির নির্মাণের কাজ। এই শুভক্ষণের জন্য দেশবাসীর মধ্যে উৎকণ্ঠা রয়েছে।এই অনুষ্ঠানে ১৭৫ জন ভিআইপি আমন্ত্রিত থাকবেন। প্রধানমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগ গুরু রামদেব, রাম মন্দির ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্যগোপাল দাসের মতো ভিআইপিরা।করোনায় আক্রান্তের জন্য অমিত শাহ অনুষ্ঠানে থাকছেন না।Ram Mandir

সূত্র মারফত জানা যাচ্ছে, অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় ৩ ঘন্টা থাকবেন৷ সকাল ৯টা ৩৫ মিনিটে দিল্লি থেকে ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান৷ ১০টা ৩৫ মিনিটে লখনউ বিমানবন্দর পৌঁছবে৷ সেখান থেকে ঠিক ১০টা ৪০ মিনিটে বিশেষ হেলিকপ্টারে করে অযোধ্যা রওনা দেবেন মোদী।

অযোধ্যায় সকেত কলোনিতে বেলা সাড়ে ১১টায় নামবে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার৷অযোধ্যা পৌঁছেই প্রথমে মোদি যাবেন হনুমান গরহি মন্দির ১১টা ৪০ মিনিটে৷ হনুমান গরহিতে পুজো শেষে মোদি ঠিক ১২টায় রাম জন্মভূমি যাবেন৷ সেখানে রামলালা দর্শ করবেন৷ থাকবেন ঠিক ১০ মিনিট৷ তারপর বেলা ঠিক সাড়ে ১২টায় রাম মন্দিরের ভূমিপুজো শুরু হবে৷ ১২টা ৪০ মিনিটে মোদি রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন৷ তারপর দুপুর ১টা ১০ মিনিটে রাম জন্মভূমি ট্রাস্টের স্বামী নৃত্যগোপাল সহ অন্যান্য সদস্যদের বৈঠক করবেন প্রধানমন্ত্রী৷ ২টো ৫ মিনিটে সকেত কলোনি থেকে হেলিকপ্টারে করে লখনউ বিমানবন্দর রওনা দেবেন৷

Advertisement

ইতিমধ্যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ট্যুইটে জানান, তিনি আশা রাখছেন আগামী প্রজন্ম রামের মর্যাদা মেনে চলবে। এতে সবার মঙ্গল হবে।Tweet from Akhilesh Yadav

ইতিমধ্যে প্রিয়ঙ্কা গান্ধী টুইট করে বলেন, ‘‘দীনবন্ধু রাম নামের সার কথাই হল সারল্য, সাহস, সংযম, ত্যাগ এবং প্রতিশ্রুতি। সকলের মধ্যেই রাম রয়েছেন, রাম রয়েছেন সকলের সঙ্গে। ভগবান রাম ও সীতা মায়ের আশীর্বাদে রামলালা মন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠান রাষ্ট্রীয় ঐক্য, সৌভ্রাতৃত্ব এবং সাংস্কৃতিক মেলবন্ধনের প্রতীক হয়ে উঠুক।’’

Tweet from Priyanka Gandhi

Tweet from Priyanka Gandhi
যাইহোক আজ রাম মন্দির ভূমি পুজো অনুষ্ঠান দেখার জন্য দেশবাসী অপেক্ষারত।প্রসঙ্গত উল্লেখ্য আজ ৫ ই আগস্ট পশ্চিমবঙ্গে লকডাউন চলছে যা নিয়ে ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন।

Advertisement

For Latest Update Follow Us on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *