নিশিকান্ত ভূঞ্যাঃ- আজ উচ্চশিক্ষার ক্ষেত্রে “কালো দিন ” পালনের ডাক দিল USRESA (United Students and Research Scholars Association)- “black day” in higher education
প্রসঙ্গত উল্লেখ্য য, 2019 সালের 19 শে অগাস্ট হাওড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী উচ্চশিক্ষা ধ্বংসকারী SACT এর ঘোষণা করেন। আজকে 19 শে অগাস্ট 2020 দিনটিকে উচ্চশিক্ষার “কালো দিন” হিসেবে পালন করা হবে বল USRESA এর পক্ষ থেকে জানানো হয়। এই “কালো দিন” পালনের জন্য USRESA র তরফ থেকে কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সকলকে একযোগে এই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। USRESA পক্ষ থেকে যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে তা হলো :
1. সকাল 11 টায় SACT এর বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরে online news portal এর দ্বারা খবর করা হবে।
2. বেলা 12 টায় সকলে মিলে নিজেদের Facebook profile picture এ কালো ছবি দেওয়া হবে।
3. সন্ধ্যা 6 টায় একটা twitter campaign করা হবে।
4. দুপুর 02 এবং রাত 08 টায় Facebook page এ ভিডিও আপলোড করা হবে।
USRESA-র পক্ষ থেকে জানানো হয়, সকলের কাছে আবেদন সবাই আজকের কর্মসূচিগুলোতে যোগদান করুন | Facebook page এ যেসমস্ত বিষয় আপলোড করা হবে সেগুলো সমস্ত নিজেদের Facebook wall সহ বিভিন্ন গ্রুপে শেয়ার করুন।
আরও পড়ুন
For Latest Update Follow Us on