নিশিকান্ত ভূঞ্যাঃ- “চন্দ্রকোণা: ইতিহাস ও সংস্কৃতি” Facebook Group এর পক্ষ থেকে একটি বাৎসরিক সাহিত্য পত্রিকা (শারদীয়া সংখ্যা) প্রকাশ করা হবে ৷ পত্রিকাটির নাম ঠিক করা হয়েছে—”বোধন” ৷ পূর্বে প্রকাশিত “আমাদের চন্দ্রকোণা” পত্রিকাটির মত এই পত্রিকাটিও ই-ভার্সান পিডিএফ কপিই করা হবে এবং সকলকে তা বিনামূল্যেই দেওয়া হবে ৷ তবে এই পত্রিকাটিতে কোনো আঞ্চলিক সীমাবদ্ধতা থাকবে না৷ মানে অন্য সাহিত্য পত্রিকাগুলোর মতই হবে ৷
যে যে বিষয়ের উপর লেখা জমা দেওয়ার আবেদন জানানো হচ্ছে তার তালিকা নিম্নে দেওয়া হল—
১) কবিতা—ছড়া,অনুকবিতা, লিমেরিক, অনুবাদ কবিতা সহ সব ধরণের
২) গল্প— বড় গল্প, ছোট গল্প, অনুগল্প, অনুবাদ গল্প সহ সব ধরনের
৩) প্রবন্ধ— সাহিত্য, ইতিহাস, লোক সংস্কৃতি, লোক সাহিত্য, সমাজ, শিক্ষা, অর্থনীতি, জনস্বাস্থ্য, ক্রীড়া, আত্মজীবনী ইত্যাদি বিষয়ের উপর
৪) ভ্রমন কাহিনী
৫) রান্না বিষয়ক
৬) গ্রন্থ পর্যালোচনা
৭) ছবি— হাতে আঁকা, ডিজিটাল আঁকা
৮) ফটোগ্রাফী
৯) সাক্ষাৎকার
১০ হাস্যকৌতুক
১১) ছবিতে গল্প বা কমিক্স
১২) শব্দছক
#নিয়মাবলী—
১) লেখা ‘বাংলা হরফে’ টাইপ করে পাঠাতে হবে৷
২) লেখার সাথে লেখকের নাম, ঠিকানা ও যে বিভাগের জন্য লেখা, তা উল্লেখ করতে হবে ৷ যদি সম্ভব হয় ফোন নং দিতে হবে ৷
২) লেখার সংযোজন, বিয়োজন ও পরিমার্জণের পূর্ণ স্বাধীনতা সম্পাদক মন্ডলীর থাকবে ৷
৩) লেখা বা ছবি প্রকাশের জন্য অমনোনিত হলে তা লেখক বা শিল্পীদের আগাম জানাতে বাধ্য থাকবে না সম্পাদকমন্ডলী ৷
৪) লেখা জমা নেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২০ ৷ ( যত তাড়াতাড়ি সম্ভব লেখা জমা দেওয়ার আবেদন জানানো হচ্ছে)
** পত্রিকাটি প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর, ২০২০৷
## লেখা বা ছবি পাঠানোর ঠিকানা—
E.mail—amaderchandrakona@gmail.com
Whatsapp —7384663607
সকল খবর সবার আগে ফেসবুকে ফ্রী পেতে চাইলে আমাদের পেজ লাইক করুন। Click Here..
For Latest Update Follow Us on