নিশিকান্ত ভূঞ্যাঃ- চীনা সৈন্যরা কান্নায় ভেঙ্গে পড়েছে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি গাড়ির মধ্যে চীনা সৈন্যরা বসে আছে এবং গাড়ির মধ্যে থাকা প্রত্যেকটি চীনা সৈন্য কান্নায় ভেঙে পড়েছে। এই ভাইরাল ভিডিওটি প্রকাশ করেছে তাইওয়ানি সংবাদ মাধ্যম। এই চীনা সৈন্যরা ভারত- চীন সীমান্ত পাহারা দিতে যাচ্ছে।
ভিডিওটি দেখার জন্য লিঙ্ক – https://twitter.com/waynescene/status/1307504241670590465?s=20
প্রসঙ্গত উল্লেখ্য যে,গত কয়েক মাস ধরে ভারত ও চীন সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে বিভিন্ন ইস্যুতে।যার জোরে ভারত সরকার অনেক গুলো চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে। যাইহোক ভারত চীন সীমান্তে যাওয়ার আগে চীনা সৈন্যরা মৃত্যুর ভয়ে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায় এই ভাইরাল ভিডিওতে।
সকল খবর সবার আগে ফেসবুকে ফ্রী পেতে চাইলে আমাদের পেজ লাইক করুন। Click Here..
For Latest Update Follow Us on