নিশিকান্ত ভূঞ্যাঃ- Co-ordination Cell for Aspirants of JEE Main and NEET 2020 এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে, আমরা একটি ছোট প্রয়াস করছি কিছু দুস্থ ছাত্রছাত্রীকে আগামী 1st-6th September এবং 13 th September JEE Main এবং NEET পরীক্ষায় সঠিক সময়ে পরীক্ষা হলে পৌঁছে দেওয়ার জন্য। মহামারীর কথা মাথায় রেখেই কোন Public transport চলছে না বলেই আমাদের এই প্রয়াস। আপনার বাড়ি যদি হয় ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , পূর্ব মেদিনীপুর , পুরুলিয়া জেলার অন্তর্গত এবং আপনার বাড়ির পাশে যদি কোন দুস্থ ছাত্রছাত্রী থেকে থাকেন যার পরীক্ষা দিতে যাওয়ার জন্য যাতায়াতের মাধ্যমের অসুবিধা আছে , তাহলে আমাদের Cell ” Co-ordination Cell for Aspirants of JEE Main and NEET 2020” এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এছাড়াও North Bengal এবং অন্যান্য জেলার ছাত্রদের ও আমরা Alternative Way তে সাহায্য করতে রাজি আছি। যদি কোন সহৃদয় ব্যক্তি আমাদের পাশে এসে আমাদের এই Cell টিকে সহায়তা করতে চান , তাহলে নীচে দেওয়া আমাদের help line নম্বরে যোগাযোগ করুন
- 9051600971 (Asmita Adhikary) ,
- 8001028153 (Debojyoti De)
- 9123618830 (Anupam Sen)
- 9432589919 ( Supriyo Saha)
- 9679233755 (Santu Bera)
আমরা আপনাদের নিকট খুবই কৃতজ্ঞ আমাদের এই Cell টি তে যোগদান করে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আশা রাখছি আপনারা আপনাদের নিকট বন্ধুদের এই Cell এ আমন্ত্রণ জানিয়ে cell টিকে আরও বৃহত্তর করতে সহায়তা করবেন। আপনাদের মধ্যে কোন সহৃদয় ব্যক্তি যদি চান, তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে আপনার সাধ্যমত সামান্য কিছু অর্থ সাহায্য করে আমাদের এই উদ্যোগে সামিল হতে পারেন। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য এবং আশীর্বাদ নিয়ে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো।
ধন্যবাদ।
সকল খবর সবার আগে ফেসবুকে ফ্রী পেতে চাইলে আমাদের পেজ লাইক করুন। Click Here..
এর জন্য আপনারা নিচে দেওয়া নম্বরে phone pay অথবা google pay এর মাধ্যমে pay করতে পারেন।
- 8001028153 ( Debajoyti De)
- 9123618830 ( Anupam Sen)
করোনা পরিস্থিতিতে এই উদ্যোগদাতাদের এই মানবিক প্রয়াসকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। এর ফলে অসংখ্য ছাত্র ছাত্রীরা উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না।
প্রয়াত জঙ্গলমহলের ভ্রাম্যমাণ এনসাইক্লোপিডিয়া “হপন মাঝি”
For Latest Update Follow Us on