নিশিকান্ত ভূঞ্যাঃ- কংগ্রেস নেতা তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর বিরোধী বলে পরিচিত। অধীর রঞ্জন চৌধুরী বাংলার গরু পাচার নিয়ে রাজ্যের পুলিশ ও শাসক দলকে দায়ী করলেন।
তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেন যে, “বাংলার গরু পাচার রাজ্যের পুলিশ ও শাসক দলের মদত ছাড়া হতে পারে না। BSF লুঠ করেছে বর্ডারে, গরু এসেছে ট্রাক ভর্তি হয়ে জাতীয় ও রাজ্য সড়ক দিয়ে। মানি ব্যাগে ভরে তো গরু পাচার হয়নি ! বরং গরু পাচারের টাকা তৃণমূলের নেতার নির্বাচনী তহবিল আর পুলিশের মানি ব্যাগ ভরিয়েছে। তৃণমূল নেতারা কত করে মাসোহারা পেত সেই Rate পুলিশ যেমন জানে তেমন পাবলিকও জানে।”
তিনি আবার বলেন, “মুর্শিদাবাদে এটা open to all, যারা ক্ষমতায় থাকে পাচারকারীদের কাছে তাদের কদর। কলকাতা পুলিশ হেড কোয়ার্টার থেকে ‘দিদি’র দলের ভবিষ্যৎ, তাদের জন্য টাকার পাহাড় তৈরিতে গরু পাচার বিরাট ভূমিকা পালন করেছে।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, সামনে ২০২১ এর বিধানসভার নির্বাচন। এই নির্বাচনকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গে কংগ্রেস রাজনৈতিক মাটি পুনরুদ্ধার করার চেষ্টা করছে। বিভিন্ন ইস্যুতে শাসক দলকে তুলোধোনা করে কংগ্রেস জনতার কাছে আসার চেষ্টা করছে।
সকল খবর সবার আগে ফেসবুকে ফ্রী পেতে চাইলে আমাদের পেজ লাইক করুন। Click Here..
পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা! মাধ্যমিকের সিলেবাস কমানোর ভাবনা!
For Latest Update Follow Us on