Deputation to demand notification of appointment of teachers

 

নিশিকান্ত ভূঞ্যাঃ-  দীর্ঘদিন ধরে মামলা জালে জড়িয়ে আছে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়। নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সরকার প্রকাশ করছে না। এমতাবস্থায় রাজ্য সরকারের প্রতি রাজ্যের উচ্চ শিক্ষিত যুবক যুবতীরা বীতশ্রদ্ধ। নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কখন বেরোবে এই ভেবে ভেবে রাজ্যের উচ্চ শিক্ষিত চাকুরীপ্রার্থীরা সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে।

Deputation to demand notification of appointment of teachers

Advertisement

এমতাবস্থায় ” West Bengal SLST Candidates Association & West Bengal Teacher’s Job Association “এর পক্ষ থেকে আজ পূর্ব মেদিনীপুর জেলার সদস্যরা একগুচ্ছ দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার D.I office এ মাননীয় D.I sir কে ডেপুটেশন প্রদান করলেন ।” West Bengal SLST Candidates Association & West Bengal Teacher’s Job Association “এর পক্ষ থেকে মূল দাবি হলো, ২০২১ এর বিধানসভার নির্বাচনের আগে নতুন করে SSC SLST নবম ও দশম এর নোটিফিকেশন ও সম্পূর্ন নিয়োগ করতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে পূর্ব মেদিনীপুর জেলার D.I office এ ডেপুটেশন দেওয়া হলো সংগঠনের পক্ষ থেকে।

Deputation to demand notification of appointment of teachers

” West Bengal SLST Candidates Association & West Bengal Teacher’s Job Association “এর পক্ষ থেকে আরো বলা হয় যে, আমরা আমাদের এই দাবি নিয়ে পরবর্তী কালে কলকাতায় SSC office ও বিকাশভবনে যাওয়ারও পরিকল্পনা রয়েছে।

 

” West Bengal SLST Candidates Association & West Bengal Teacher’s Job Association “এর পক্ষ থেকে দাবী করা হয় যে,

Advertisement

১। সেপ্টেম্বর,২০২০এর মধ্যে নবম- দ্বাদশ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে।

২। শুধু মাত্র বিষয়ের উপর ভিত্তি করে পরীক্ষা নিতে হবে এবং অবশ্যই MCQ হতে হবে।

৩। সমস্ত আপডেট শূন্যস্থান নিয়োগ করতে হবে।

৪। নিয়োগ ডিসেম্বর ২০২০ এর মধ্যে সম্পূর্ণ করতে হবে।

৫। পুরো প্যানেল প্রকাশ করতে হবে।

৬। সম্পূর্ণ দুনীর্তি মুক্ত করতে হবে OMR কপি প্রার্থীদের দিতে হবে।

৭। প্রতি বছর যাতে SSC হয় তার জন্য তার জন্য আদর্শ রূপরেখা প্রণয়ন করতে হবে।

 

সকল খবর সবার আগে ফেসবুকে ফ্রী পেতে চাইলে আমাদের পেজ লাইক করুন। Click Here..

 

2021 এর বিধানসভার নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় কি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনার কারন হয়ে দাঁড়াবে???? তাহলে সংখ্যালঘুদের মন জয়ে কি ব্যর্থ তৃণমূল কংগ্রেস???

For Latest Update Follow Us on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *