নিশিকান্ত ভূঞ্যাঃ- সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বলিউডে স্বজনপোষণকে দায়ী করেছে সোশ্যাল মিডিয়ার আমজনতা। এমতাবস্থায় কিং খান ওরফে শাহরুখ খানের নতুন ছবি ‘পাঠান ‘এর ট্রেলার ইউটিউবে মুক্তি পেয়েছে। এই ‘পাঠান’ ছবির ট্রেলারে ইতিমধ্যে ডিসলাইকে বিশ্বরেকর্ড বানিয়ে ফেলেছে। তবে কি সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর জন্য আমজনতা খান পরিবার কে দায়ী করেছেন ?
dislike in Pathan movie trailer
তবে আমজনতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর জন্য কোনো কোনো সময় করন জহর, মহেশ ভাট্ট থেকে খানদের দায়ী করেছে। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের ছবি ‘পাঠান’ ইউটিউবে মুক্তি পেতেই ডিসলাইকের বন্যা শুরু হয়ে যায়। আপাতত প্রায় দশ লক্ষের বেশি ডিসলাইক পড়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে,সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত চলছে। তবে ‘পাঠান’ ছবির ট্রেলারে যেভাবে ডিসলাইক পড়েছে তাতে বোঝা যাচ্ছে যে শাহরুখ খানের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে।
আরও পড়ুন
“বিজেপি মুসলিমদের শত্রু নয় “! বিজেপির অন্দরে খুশির আবহ ! জাতীয় রাজনীতিতে শোরগোল?
For Latest Update Follow Us on