নিশিকান্ত ভূঞ্যাঃ – করোনা পরিস্থিতির মধ্যেও কৃষক ভাইদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে আনন্দের খবর জানালেন। কৃষক বন্ধুগণ ঠিকই শুনেছেন। আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগের পক্ষ থেকে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার (Farm Mechanization 2020-21) জন্য আবেদন গ্রহণ করা শুরু করতে চলেছে। তাহলে আর দেরি কেন ? অনলাইনে আবেদন করে ফেলুন।
কৃষির যান্ত্রিকীকরণ (Farm Mechanization) 2020-21
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হচ্ছে যে
@ অনলাইনে (matirkatha.net) ১৭ ই আগষ্ট থেকে ১ লা সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত আবেদন করা যাবে।
@ ছোটো কৃষি যন্ত্রপাতি (OTA-SFI) কিনতে অফলাইনে আবেদন করতে পারেন।
@ অনলাইনে আবেদনের প্রিন্ট কপি এখন অফিসে জমা নেওয়া হবে না। তবে অফলাইনে OTA-SFI ও অনলাইনে CHC আবেদনের কপি সংশ্লিষ্ট কৃষি করনের ড্রপ বক্সে জমা দিতে হবে।
@ কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র (CHC) ছাড়া বাকি কৃষি যন্ত্র কেনার জন্য কোনো কোটেশান জমা দিতে হবে না।
@ ছোটো কৃষি যন্ত্রপাতি (OTA–SFI) ভরতুকি ৫০℅ সর্বাধিক ১০০০০ টাকা।
@ শক্তিচালিত যন্ত্রপাতি (FSSM) সর্বনিম্ন ভরতুকি ৪০℅ সর্বাধিক ৫ লক্ষ টাকা।
@ কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র (CHC)-৪০℅ ভরতুকি সর্বাধিক ১ কোটি টাকা।
@ প্রতিষ্ঠিত যন্ত্রাদি ভাড়া কেন্দ্রের সশক্তিকরন(CHC) -৪০℅ ভরতুকি।
কোনো কৃষক ভাই যদি আরো বিস্তারিত ভাবে জানতে চান। তাহলে আজই আপনার নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন। করোনা পরিস্থিতির মধ্যেও কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ যেভাবে খুশির খবর জানালেন। তাতে করে কৃষক ভাইদের জন্য অন্তত আনন্দের খবর। তাই দেরি না করে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য অনলাইনে আবেদন করে ফেলুন।
আরও পড়ুন
রাজ্যপাল কি তবে সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন? জোর জল্পনা রাজনৈতিক মহলে?
For Latest Update Follow Us on