নিশিকান্ত ভূঞ্যাঃ- করোনা আবহে দেশের বিভিন্ন রাজ্য সরকার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু গত 6 জুলাই ইউ জি সি জানায়, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে। এরপরই করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের দাবিতে সুপ্রিমকোর্টে মামলা হয়। যার রায় আজ সুপ্রিম কোর্ট দিল।
এই রায়ে ইউ জি সি -এর নির্দেশকে কার্যত মান্যতা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট আজ শুক্রবার নির্দেশ দেয় যে, দেশের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে ডিগ্রি প্রদান করতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, কলেজ ও বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রদান এর একমাত্র প্রতিষ্ঠান হলো ইউ জি সি। তাই সুপ্রিম কোর্ট ইউ জি সি এর দাবিকে মান্যতা দিয়ে আজ রায় দিল। ফলে কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা ছাত্রছাত্রীদের দিতেই হবে। কার্যত সুপ্রিম কোর্টের রায়ের ফলে সমস্ত রকম বির্তকের অবসান হলো। এখন দেখার বিষয় করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা নেয় দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়।
রাজ্যে সংখ্যালঘু ভোটব্যাংক কি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে??? বিজেপি শিবিরের উল্লাস!!!
For Latest Update Follow Us on