নিশিকান্ত ভূঞ্যাঃ- করোনা পরিস্থিতিতে গণেশ পূজো সারা রাজ্য জুড়ে পালিত হলো। কিন্তু প্রতি বছরের মতো অনুষ্ঠানের মাধ্যমে নয়। এবার সামাজিক দূরত্ব বজায় রেখে দেবতা গনেশের আরাধনা করলেন রাজ্যবাসী। এমতাবস্থায় ভাইয়ের পূজোর উদ্বোধন করতে দেখা গেল দাদা মুকুল রায়কে।
পুলিশের অনুমতি মেলেনি, হাইকোর্টের হস্তক্ষেপে গণেশ পুজো করলেন বিধাননগরের প্রাক্তন মেয়র বিজেপি নেতা সব্যসাচী দত্ত। তাঁর পুজোর উদ্বোধন করলেন মুকুল রায়। এবার সপ্তম বছরে পড়ল সল্টলেক মৈত্রী সংঘের গণেশ পুজো। দাদা মুকুল রায়কে কাছে পেয়ে বেজায় খুশি বিধাননগরের প্রাক্তন মেয়র বিজেপি নেতা সব্যসাচী দত্ত।
Advertisement
করোনা ভাইরাস কি ছাত্র ছাত্রীদের পড়াশোনার অন্তরায় ????
For Latest Update Follow Us on