Ghoroya totka to restore the shine of the skin

নিশিকান্ত ভূঞ্যাঃ- ত্বকের উজ্জ্বলতা ফেরাতে কয়েকটি পরামর্শ মেনে চললেই বাজিমাৎ। বেশির ভাগই ক্ষেত্রে দেখা যায় চোখের নীচে কালো দাগ পড়ে। এটা দূর করতে টমেটো ও শসার রস লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন এতে কালো দাগ দূর হয়ে যাবে ।

ফেসপ্যাক – মুলতানি মাটি কাঁচা হলুদ বাঃ গুড়ো হলুদ ও আলুর জুস ভালো ভাবে পেস্ট করে 15 মিনিট মত রেখে তারপর ধুয়ে ফেলুন এতে ত্বকের জেল্লা বাড়ায়।

Advertisement

ঠোঁটের ত্বক ভালো রাখতে দুধের স্বর ভালো ভাবে ম্যাসেজ করুন রাতে ঘুমনোর আগে। এতে ঠোঁটের ত্বক কোমল রাখে।

কলা পেঁপে মধু একসঙ্গে মিশিয়ে 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন তারপর জল পান করুন বেশি করে এতে ত্বক সুস্থ রাখে। ভালো ভালো খাবার খান। টক দই দুধ এগুলো পেট ভরে খান ত্বক ভেতর থেকে সুন্দর হবে।রোজ ৮ ঘণ্টা করে ঘুমান এতে শরীরে ঠিক থাকে ও ত্বক ও সুস্থ থাকে।

সকল খবর সবার আগে ফেসবুকে ফ্রী পেতে চাইলে আমাদের পেজ লাইক করুন। Click Here..

অনৈতিক SACT নিয়োগ নিয়ে UGC এর চিঠিকে মিথ্যা বলে প্রমানিত করার অপচেষ্টা বড় বড় নিউজ মিডিয়াগুলির। মিডিয়াগুলির মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সরব USRESA

Advertisement

For Latest Update Follow Us on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *