governor to CM

 

মমতা সরকার এর সাথে বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীশ ধনকড়ের বিবাদ বিভিন্ন সময়ে বিভিন্ন ইসুকে কেন্দ্র করে হয়েছে তার সাক্ষী রয়েছে রাজ্যবাসী ।কোন সময় শিক্ষা নিয়ে,আবার কোন সময় বিভিন্ন দুনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যপালকে বর্তমান সরকারের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে।

governor to CM

Advertisement

আজ রাজ্যপাল জগদীপ ধনকড়ের ট্যুইট করে বলেন, ‘মুখ্যমন্ত্রীকে বলছি, রাজ্যে রাজনৈতিক হিংসা, শিল্প সম্মেলন, গণবণ্টন ব্যবস্থা, ঘূর্ণিঝড় ক্ষতিপূরণ নিয়ে সমস্ত তথ্য জানার অধিকার রাজ্যপালের আছে। এটা আমার কর্তব্য। এসব তথ্য দেওয়া হচ্ছে না।’

তিনি আরে বলেন,শাসকদলের দাবি রাজ্যপাল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন। এটাই কি আইনের শাসন, গণতন্ত্র? কেন তথ্য দেওয়া হচ্ছে না? কী গোপন করা হচ্ছে? সরকার ব্যাখ্যা দিক। যাইহোক রাজ্যপাল বিভিন্ন সময়ে মমতা সরকারের বিরুদ্ধে তোপ ডেকে যে মমতা সরকারের বিরাগভাজন হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

 

Read Previous Post

জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীর বাড়ির সামনে চলল গুলি? বাড়ানো হলো নিরাপত্তা!

Advertisement

For Latest Update Follow Us on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *