howrah ps hedge by bjp

 

নিশিকান্ত ভূঞ্যাঃ-  বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো ও প্রমোদ দুবে কে বারবার কেস দিয়ে জেলে ঢোকানোর প্রতিবাদে মাননীয় সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে হাওড়া থানা ঘেরাও কর্মসূচীকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। হাওড়া সিটি পুলিশ হাওড়া থানার চারটে মেন রাস্তার মোড়ে প্রাচীরের মতো ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল বিজেপি কর্মীদের। যার ফলে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।

howrah ps hedge by bjp

Advertisement

আজ BJP Howrah Sadar এর ডাকে হাওড়া জেলা যুব মোর্চার উদ্যাগে প্রমোদ দুবে র মুক্তির দাবিতে হাওড়া থানা ঘেরাও কর্মসূচি করা হলো রাজ্য নেতা এবং জেলা নের্তৃত্বদের সঙ্গে । উপস্থিত  ছিলেন রাজ্য বিজেপির সাধারন সম্পাদক সঞ্জয় সিং ,সায়ন্তন বসু , রাজ্য সম্পাদক রাজু ব্যানার্জী , জেলা সভাপতি সুরজিৎ সাহা, যুব মোর্চা জেলা সভাপতি ওমপ্রকাশ সিং প্রমুখ।

 

করোনায় মৃত ব্যক্তির স্ত্রী ও ছেলেমেয়েদেরকে পারিবারিক বয়কট ?? নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *