নিশিকান্ত ভূঞ্যাঃ- আরামবাগ সাংগঠনিক জেলার খানাকুলে ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে তৃণমূল দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন বিজেপির সক্রিয় কার্যকর্তা সুদর্শন প্রামানিক।
human form of BJP
আজ উনার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজ খবর নিয়ে উনাদের পাশে থাকার আশ্বস্ত করলেন বিজেপি রাজ্য সভাপতি মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয়, রাজ্য সাধারণ সম্পাদক মাননীয় জ্যোতির্ময় সিং মাহাত মহাশয় l
এছাড়াও উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি মাননীয় সৌমিত্র খাঁ, জেলা সভাপতি বিমান ঘোষ, সহ জেলা ও মণ্ডলের অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
সকলে মিলে আগামী দিনে পরিবারের পাশে থাকার অঙ্গীকার করলেন এবং পরিবারের সদস্যদের হাতে 5 লক্ষ টাকার চেক তুলেদেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মাননীয় রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এই দিন মৃত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং মৃত পরিবারের সদস্যদের বলেন ভবিষ্যতে কোনো সমস্যা হলে অবশ্যই যেন জানান। বিজেপি সব সময় তাদের পাশে থাকবে।
পশ্চিমবঙ্গের জন্য সুখবর !! জাতীয় পুরস্কার পেতে চলেছেন !!!!!
For Latest Update Follow Us on