নিশিকান্ত ভূঞ্যাঃ- লকডাউনে অধিকাংশ ছাত্র-ছাত্রী খারাপ নেটওয়ার্কের সম্মুখীন হচ্ছে অনলাইন ক্লাসের সময় ।
সোনালি সুতার,মহারাষ্ট্রের পুনে জেলার কানকাভলি গ্ৰামের এক অত্যন্ত মেধাবি ছাত্রী। আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে, সে কেন এরকম একটি জায়গায় পড়ছে??
আসলে, তার গ্ৰামে কোন ইন্টারনেট নেটওয়ার্ক নেই। ছাত্রীটি উচ্চমাধ্যমিকে ৯৮% নম্বর পেয়েছে, তার স্বপ্ন মেডিক্যাল পড়া, যার জন্য মেয়েটি পাহাড়ের উপর একটি কুঁড়ে বানিয়েছে, যেখানে ভালো ইন্টারনেট নেটওয়ার্ক পাওয়া যায় ও সে NEET এর জন্য প্রস্তুতি নিতে পারে।
কঠোর উদ্যম ও মনোবল থাকলে সব কিছুকেই জয় করা সম্ভব। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সেই পরিস্থিতিকে মেনে নিয়ে উপায় বের করা হলো মানুষের কাজ।ইচ্ছা শক্তি থাকলে সব কিছুকে জয় করা সম্ভব।
বিজেপির মানবিক রূপ দেখলো রাজ্যবাসী !!!!! রাজ্যবাসীর কাছে কি বিজেপিই একমাত্র ভরসা????
For Latest Update Follow Us on