খেজুরিতে BJP তে যোগদান

 

নিশিকান্ত ভূঞ্যাঃ-  সামনে ২০২১ এর বিধানসভার নির্বাচনকে লক্ষ রেখে সব দলই নিজের সাংগঠনকে বৃদ্ধি করতে তৎপর। এমতাবস্থায় প্রায় ৫০ জন সংখ্যালঘু মানুষ ভারতীয় জনতা পার্টি (BJP) -তে যোগদান করলেন। কাঁথি সাংগঠনিক জেলার খেজুরী বিধানসভার আলী আমজাদ চক গ্ৰামে বিজেপির হাত শক্ত করতে এবং কাঁথি সাংগঠনিক জেলার সংখ্যালঘু র্মোচার সভানেত্রী মুক্তারন বিবির নেতৃত্বে ও রাজ্যে নেতৃত্ব কামাল হোসেনের উপস্থিতিতে প্রায় ৫০ জন সংখ্যালঘু আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।

খেজুরী বিধানসভার আলী আমজাদ চক গ্ৰাম

Advertisement

খেজুরিতে BJP তে যোগদান

সেক আনুয়ার,সেক আমজেদ,সেক হানিফ ছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিজেপিতে যোগদান করার ফলে বিজেপিকে ২০২১ এর বিধানসভার নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

 

শিক্ষক নিয়োগে সরকারের কতটা সদিচ্ছা রয়েছে??? শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কি প্রকাশ হবে??????

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *