নিশিকান্ত ভূঞ্যাঃ- ২০১২ সালে এস এস সি পরীক্ষার চূড়ান্ত মেধাতালিকাকে কেন্দ্র করে অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট একটা মামলা হয়েছিল। সেই মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার রায়ে চাকরিপ্রার্থীদের স্বপ্নভঙ্গ হলো।
Judgment in teacher recruitment case
আজ কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের যুক্তি মেনে নিয়ে রায় দিল। তাতে চাকুরী প্রার্থীদের বিপক্ষে রায় গেল। প্রসঙ্গত উল্লেখ্য যে 2012 সালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এস এস সি পরীক্ষা নিয়েছিল এবং চূড়ান্ত ফল প্রকাশ হয়েছিল 2013 সালে। কিন্তু চাকরিপ্রার্থীদের একাংশ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। তার রায় আজকে হল। আজ কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের যুক্তিকে কার্যত মান্যতা দিয়েই রায় দিলেন। এর ফলে কয়েক হাজার চাকুরীপ্রার্থীর স্বপ্নভঙ্গ হলো।
For Latest Update Follow Us on