কান্না পেলে কি করবেন

হাসি যে স্বাস্থ্যের পক্ষে উপকারি তা প্রায় সবারই জানা। এর জন্য রয়েছে লাফিং ক্লাব।

কিন্তু কখনও কি কান্নার উপকারিতা শুনেছেন?

কান্না পেলে কি করবেন – থামাবেন না চালিয়ে যাবেন!

কান্না আসলে ভালো জিনিস কান্না পেলে কখনোই নিজেকে থামাবেন না

Advertisement

কান্নার প্রকার

১) বেসাল টিয়ার্স :- অনেক ক্ষেত্রে ঘুমিয়ে ঘুমিয়ে চোখের পলক পড়ল অশ্রু বের হয়ে এলো। যা চোখের আর্দ্রতা ধরে রাখে যাকে আবেগহীন কান্না বলে।

২) রিফ্লেক্ট টিয়ার্স :- রাস্তায় ধুলোবালি, ধোঁয়ার কারণে চোখে জল আসে যা চোখ পরিষ্কার করে।

৩) ইমোশনাল টিয়ার্স:- আবেগ আপ্লুত হয়ে অশ্রু যা মানসিক আরাম দেয়।

কান্নার উপকারিতা

গবেষণা বলছে 

  • কাঁদলে অক্সিটোসিন ও এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়। ফলে শারীরিক ও মানসিক ব্যথা কমে যায়।
  • চোখের জলে অ্যান্টি ব্যাকটেরিয়াল আইসোজাইম থাকে যার চোখকে সংক্রমণ থেকে রক্ষা করে।
  • অশ্রু চোখের আর্দ্রতাকে অটুট রাখে যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।

Advertisement

For Latest Update Follow Us on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *