Mukul Roy's first visit to Delhi as BJP's all-India co-president

নিশিকান্ত ভূঞ্যাঃ- তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর প্রায় দুই বছর পর মুকুল রায় কিছুদিন আগে যোগ্য সম্মান পেয়েছেন বলে তার অনুগামীরা মনে করেন। ইতিমধ্যে ভারতের সর্ব বৃহৎ রাজনৈতিক দল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হয়েছেন মুকুল রায়। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার পর আজই প্রথম দিল্লি সফর। এতদিন শুধুমাত্র বিজেপি নেতা ছিলেন। আর এখন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। আজ দিল্লি বিমান বন্দরে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির নেতৃত্বরা।

Mukul Roy's first visit to Delhi as BJP's all-India co-president

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, “দিল্লী এয়ারপোর্টে দিল্লীর বিজেপি নেতৃত্বদের উষ্ণ অভ্যর্থনার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত।”

Advertisement

সামনে পশ্চিমবঙ্গে ২০২১ এর বিধানসভার নির্বাচন। এই নির্বাচনে পশ্চিমবঙ্গে যে মুকুল রায়ের হতে অবাধ ক্ষমতা থাকছে তা বলাবাহুল্য। এতদিন পর্যন্ত মুকুল রায়কে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষের কথা মেনে চলতে হত। এবার সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়কে আর কারো কথা মেনে চলতে হবে না।

সকল খবর সবার আগে ফেসবুকে ফ্রী পেতে চাইলে আমাদের পেজ লাইক করুন। Click Here..

‘ মুখ্যমন্ত্রী বিয়ে করেননি, কিন্তু আমরা বিয়ে করতে চাই ’! শিক্ষক নিয়োগের দাবিতে পথ অবরোধ প্রার্থীদের!

For Latest Update Follow Us on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *