Narayangarh BDO Offic

 

নিশিকান্ত ভূঞ্যাঃ- 

Narayangarh BDO office Sanitization

Advertisement

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সাধারণ মানুষের জনজীবন বির্ধস্ত। ভারতে তথা পশ্চিমবঙ্গে দিনে দিনে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বিভিন্ন অফিস কর্মচারীদের ও করোনার স্বীকার হতে হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, করোনায় আক্রান্ত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের বিডিও। আজ সোমবার নারায়নগড় ব্লক অফিস চত্বরে স্যানিটাইজ করা হলো VRP বা গ্রামীন সম্পদ কর্মীদের দ্বারা।

Narayangarh BDO Offic

স্থানীয় সূত্রে খবর, নারায়ণগড় ব্লকের বিডিও এর শনিবার অ্যান্টিজেন রিপোর্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে নারায়নগড় ব্লক অফিস চত্বর। স্থানীয় সূত্রে খবর, আপাতত নারায়নগড় ব্লকের বিডিও হোম আইসোলেশনে আছেন।

নারায়নগড় ব্লকের বিডিও এর করোনা রিপোর্টে পজিটিভ আসার জন্য আজ সোমবার ব্লক অফিস চত্ত্বরে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। আজ সোমবার সকালে নারায়নগড় ব্লকের পুরো অফিস চত্ত্বর ভালো করে স্যানিটাইজ করা হলো। অফিসের প্রতিটি রুম থেকে শুরু করে অফিসের বাইরের প্রতিটি জায়গায় সেনিটাইজার করা হলো প্রশাসনের পক্ষ থেকে । ব্লক অফিসের এক কর্মচারি বলেন, বিডিও স্যারের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে তাই সারা অফিস চত্ত্বর ভালো করে স্যানিটাইজ করা হলো। আমারা প্রত্যেকে সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করছি।তবে মনের মধ্যে একটা ভীতি কাজ করছে এটা অস্বীকার করবো না।

 

Advertisement

আরও পড়ুন

নারায়ণগড় ব্লকের বিডিও করোনা পজিটিভ ? আতঙ্ক তাড়া করছে নারায়নগড় ব্লক অফিস চত্বরে?

For Latest Update Follow Us on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *