Dilip Ghosh in newtown Ram Mandir

 

আজ ৫ ই আগস্ট আর কিছুক্ষনের মধ্যে এক ঐতিহাসিক যুগান্তকারী ঘটনার সাক্ষী হতে চলেছে দেশবাসী। দীর্ঘ প্রতীক্ষার পর আজ রাম মন্দির নির্মানের ভূমি পুজো হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে।সেই শুভক্ষণ দেখার জন্য গভীর আগ্রহে তাকিয়ে রয়েছে দেশবাসী।ইতিমধ্যে পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজ সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণের পর সোজা দিলীপ ঘোষ নিউটাউন রাম মন্দিরে পুজো দিতে যান।

new town ram mandir
রামকে পুজো দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “সাধারণ মানুষ হিসাবে আমরা রামের পুজো করব আর প্রার্থনা করব। যে সময় কাজ শুরু হবে ঘন্টা শঙ্খ বাজিয়ে আমরা উৎযাপন করবো।”

Advertisement

তিনি আরো বলেন, “যেহেতু লকডাউন আছে ছুটির দিন মুখ্যমন্ত্রী একটা ভালো কাজ করেছেন। ছুটি দিয়ে সবাই বাড়িতে থেকে টিভিতে লাইভ দেখতে পারবে।”

Dilip Ghosh in newtown Ram Mandir

বিজেপির রাজ্য সভাপতি এই প্রসঙ্গে বলেন যে, “ প্রতিবছর ৫ ই অগাস্ট রামমন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে এটা জাতীয় ছুটি ঘোষণা করা হোক।” যাইহোক রাম মন্দির নির্মান এর ভূমি পুজো দেখার জন্য দেশবাসী উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন।

 

Related Post

Advertisement

রাম মন্দিরের ভূমি পূজনের অপেক্ষায় দেশবাসী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *