নিশিকান্ত ভূঞ্যাঃ- দীর্ঘদিন দিন ধরে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে এবং আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। যার ফলে উচ্চ শিক্ষিত বেকার যুবক যুবতীরা হতাশার মধ্যে ভুগছে। এমতাবস্থায় প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ (ডি এল এড) পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় কবিতার মাধ্যমে তাদের দাবী জানায়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ (ডি এল এড) পক্ষ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর কাছে বহুবার তাদের তাদের দাবী তুলে ধরেছেন। কিন্তু এখনো পযন্ত কোনো সুরাহা হয়নি। করোনা পরিস্থিতিতে পথে নেমে আন্দোলন করা সম্ভব নয়। তাই প্রাথমিক টেট (২০১৪ ও ২০১৫) উত্তীর্ণ ও ডি.এল. এড. প্রশিক্ষিত ১২০০ প্রার্থীরা মাননীয়া মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কাছে নিয়োগের জন্য কাতর অবেদন জানায় কবিতার মাধ্যমে।
ক্ষুধার রাজ্যে পৃথিবী কেবল গদ্যময় নয়,
ক্ষুধার তাড়নায় রাজ্য পদ্যময়ও হয়।
২০১৪ সালের প্রাথমিকের টেট পাশ ও প্রশিক্ষণপ্রাপ্ত রাজ্যের প্রায় ১২০০ চাকুরিপ্রার্থী সামাজিক মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে জীবনের ঝরে যাওয়া দিনগুলির যন্ত্রনা ও নিয়োগের কাতর আর্জি জানালো পদ্য আকারে।
আরও পড়ুন
জননেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে মিথ্যা খবরের দায়ে আইনি নোটিশ ?