Romio Das

 

নিশিকান্ত ভূঞ্যাঃ-  কয়েকদিন আগে যোগী সেনার রাষ্টীয় অধ্যক্ষ কুলদীপ হিন্দু এক ফেসবুক লাইভে বলেন “যোগী সেনা পশ্চিমবঙ্গের ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি ও টিএমসির বিরুদ্ধে ভোটে লড়বেন। উনি আরও দাবি করেন যোগী সেনা নির্বাচনে ভালো ফল করবেন।

Resignation of Romio Das from Yogisena

Advertisement

Romio Das

এই বক্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে সমস্ত হিন্দুত্ববাদী যোগী সেনার কার্যকর্তাদের মধ্যে।

এরপর ই যোগী সেনার পশ্চিমবঙ্গের যুব সভাপতি দিবাকর দেবনাথ পদত্যাগ করেন, তারই সঙ্গে দিবাকর ঘনিষ্ঠ যোগী সেনার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার সভাপতি রোমিও দাসও পদত্যাগ করেন।

তৎসঙ্গে পশ্চিমবঙ্গের সব জেলাতে সংগঠন ছাড়ার হিড়িক পড়ে যায়।

এই বিষয়ে রোমিও দাস বলেন- “যোগী সেনা অরাজনৈতিক হিন্দু সংগঠন হওয়া সত্ত্বেও কি করে নির্বাচনে লড়ার কথা বলে, আমরা হিন্দু সংগঠন করলেও কিন্তু পরোক্ষ ভাবে বিজেপি কেই সর্মথন করি। কারণ বিজেপি হিন্দুত্ববাদী দল হিন্দুর কথা ভাবে। কিন্তু যোগী সেনা সেই বিজেপির বিরুদ্ধেই নির্বাচনে লড়ার কথা বলে। যেই বিজেপির জন্য পশ্চিমবঙ্গে সংগঠনের ঝান্ডা তুলতে পেরেছে তারই বিরুদ্ধে নির্বাচনে লড়ার কথা বলে। তাই আমি দিবাকর দার পথেই পদত্যাগ করলাম এবং আমার বিধানসভার সমস্ত কার্যকর্তারা ।”

Advertisement

 

আরও পড়ুন

SACT নিয়োগের বিরুদ্ধে বিরামহীন আন্দোলনের নজির ছাত্র-ছাত্রী ও গবেষকদের! তাঁরা কি পারবে অনৈতিকভাবে SACT দের নিয়োগ বাতিল করাতে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *