SBI ATM PIN জেনারেট

ব্যাঙ্ক থেকে ATM কার্ড পাওয়ার পর কার্ডটি প্রথমে SBI ATM PIN জেনারেট করতে হয়। তারপর পরবর্তীকালে ঐ কার্ড দিয়ে অন্যান্য Transaction গুলি করা যায়।

SBI ATM PIN জেনারেট করার পদ্ধতি

এর জন্য চারটি পদ্ধতি আছে।

  • ATM এর মাধ্যমে
  • SMS এর মাধ্যমে
  • ইন্টারনেট ব্যাঙ্কি এর মাধ্যমে
  • ব্যাঙ্কের কন্টাক্ট সেন্টারে ফোন করার মাধ্যমে
SBI ATM Card

ATM এর মাধ্যমে SBI ATM PIN জেনারেট

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনো ATM এ ডেবিট কার্ডটি প্রবেশ করান।
  • সিলেক্ট “PIN Generation”
  • ১১ সংখ্যার অ্যাকাউন্ট নম্বর লিখুন এবং কনফার্ম (Confirm) করুন।
  • ১০ সংখ্যার রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন এবং কনফার্ম করুন।
  • ATM এর স্ক্রীনে ‘PIN shall be received on the registered mobile number’ – এইরকম একটি ম্যাসেজ দেখাবে এবং তা কনফার্ম করুন।
  • কনফার্ম করার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP (One Time Password) এর ম্যাসেজ আসবে। OTP টি ২ দিনের জন্য ভ্যালিড থাকবে।
  • এরপর Banking মেনু থেকে PIN Change অপশনে গিয়ে OTP ব্যবহার করে নতুন PIN সেট করতে হবে।

এই পদ্ধতিতে PIN জেনারেট করলে ATM এ যাওয়ায় দরকার হচ্ছে না।

Advertisement

SMS এর মাধ্যমে SBI ATM PIN জেনারেট

  • PIN<Space>CCCC<Space>AAAA লিখে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৫৬৭৬৭৬ নম্বরে একটি SMS পাঠাতে হবে। CCCC – ডেবিট কার্ডের শেষ চারটি সংখ্যা এবং AAAA – অ্যাকাউন্ট নম্বরের শেষ চারটি সংখ্যা। যদি ডেবিট কার্ডের শেষ চারটি সংখ্যা 1540 এবং অ্যাকাউন্ট নম্বরের শেষ চারটি সংখ্যা 5987 হয় তবে SMS টি হবে PIN 1540 5987
  • SMS পাঠানোর পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP (One Time Password) এর ম্যাসেজ আসবে। OTP টি ২ দিনের জন্য ভ্যালিড থাকবে।
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনো ATM এ ডেবিট কার্ডটি প্রবেশ করান। এরপর Banking মেনু থেকে PIN Change অপশনে গিয়ে OTP ব্যবহার করে নতুন PIN সেট করতে হবে।

ইন্টারনেট ব্যাঙ্কি এর মাধ্যমে SBI ATM PIN জেনারেট

  • SBI ইন্টারনেট ব্যাঙ্কি এ লগ ইন করুন।
  • e-Service  >>  ATM Card Service  >> ATM PIN Generation
  • OTP বা প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে Authenticate করুন।
  • কোন অ্যাকাউন্ট নম্বরের সাথে কার্ডটি লিঙ্ক আছে তা সিলেক্ট করুন।
  • নিজের ইচ্ছামত যেকোনো দুটি সংখ্যা লিখুন এবং PIN এর শেষ দুটি সংখ্যা রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে।
  • নিজের ইচ্ছামত দেওয়া দুটি সংখ্যা এবং মোবাইল নম্বরে যাওয়া দুটি সংখ্যা পরপর লিখুন।
  • এই চারটি সংখ্যাই হবে আপনার SBI ATM PIN

ব্যাঙ্কের কন্টাক্ট সেন্টারে ফোন করার মাধ্যমে SBI ATM PIN জেনারেট

  • রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ব্যাঙ্কের কন্টাক্ট সেন্টারে ফোন করুন। ফোন নম্বর হল – ১৮০০ ৪২৫ ৩৮০০ / ১৮০০ ১১২২ ১১ / ০৮০-২৬৫৯৯৯৯০।
  • ডেবিট কার্ডের নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর লিখুন।
  • রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP (One Time Password) এর ম্যাসেজ আসবে। OTP টি ২ দিনের জন্য ভ্যালিড থাকবে।
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনো ATM এ ডেবিট কার্ডটি প্রবেশ করান। এরপর Banking মেনু থেকে PIN Change অপশনে গিয়ে OTP ব্যবহার করে নতুন PIN সেট করতে হবে।

For Latest Update Follow Us on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *