বুদ্ধ তনয়া সুচেতনা থেকে হতে চাইছেন সুচেতন, সিদ্ধান্ত লিঙ্গ পরিবর্তনের ! নিচ্ছেন আইনি পরামর্শ
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা ভট্টাচার্য সম্প্রতি একটি এলজিবিটি কিউ+ কর্মশালায় অংশ নিয়েছিলেন।
সুচেতনার কথায় “ট্রান্সম্যান হিসেবে প্রতিদিন যে হেনস্তা হতে হয় আমি সেটা বন্ধ করতে চাই। আমি প্রাপ্তবয়স্ক এবং আমার জীবন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিতে পারি। এর মধ্যে বাবা-মাকে টেনে আনবেন না। আমি নিজেকে পুরুষ বলেই মনে করি এবং শারীরিকভাবেও তা হতে চাই।”
অনেকে এই সিদ্ধান্তকে সাহসী বলেও আখ্যা দিয়েছেন।। সুচেতনা নিজেও বলেছেন আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি লড়ে যাব। সে সাহস আমার আছে।
এতে এলিজিবিটিকিউ+ আন্দোলনের গতি পাবে বলে মনে করছেন সমাজের এক অংশ। তিনি নিজে পি আর সি এর এই কর্মশালার উদ্যোক্তাদের এই প্রয়াসকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়েছেন।
For Latest Update Follow Us on