নিশিকান্ত ভূঞ্যাঃ- করোনা পরিস্থিতি ক্রমশ বিশ্ব জুড়ে ভয়াবহের দিকে এগোচ্ছে। প্রত্যেক দিন ভারতে করোনা তে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ থেকে উচ্চবিত্ত মানুষ কেউই এই মারন ব্যাথি থেকে রক্ষা পাচ্ছে না।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কেন্দ্রীয় রেল দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুরেশ অঙ্গাড়ী। 23-09-2020 তিনি দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এনিয়ে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
Advertisement
সকল খবর সবার আগে ফেসবুকে ফ্রী পেতে চাইলে আমাদের পেজ লাইক করুন। Click Here..
জাড়ার রায়বংশের স্বাধীনতা সংগ্রামী কিশোরীপতি রায় এবং সাতকড়িপতি রায়। লিখছেন : প্রণব রায়।